কুমিল্লায় আরও ৭৯ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

কুমিল্লা জেলায় এক দিনে আরও ৭৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এই এক দিনে কোনো ব্যক্তির মৃত্যুর তথ্য নেই, কেউ সুস্থও হননি। জেলার করোনাভাইরাস–বিষয়ক ফোকাল পারসন ও ডেপুটি সিভিল সার্জন মো. সাহাদাত হোসেন আজ শুক্রবার বিকেলে প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন শনাক্ত ৭৯ জনের মধ্যে সিটি করপোরেশন এলাকায় ২৮ জন, চৌদ্দগ্রামে ২০ জন, হোমনায় ১১ জন, সদর দক্ষিণে ১০ জন, লাকসামে ৭ জন এবং বুড়িচং উপজেলায় ৩ জন।

কুমিল্লা জেলায় এ পর্যন্ত ১৯ হাজার ৫০৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে আজ শুক্রবার পর্যন্ত ১৮ হাজার ৮৭৭ জনের প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লা শহরে সর্বোচ্চ মোট শনাক্ত ১ হাজার ৪৪ জন। মারা গেছেন ১৪ জন।

গত ৯ এপ্রিল কুমিল্লায় প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। ১১ এপ্রিল প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

কুমিল্লা জেলায় এখন পর্যন্ত কোভিড–১৯ আক্রান্ত হয়েছেন মোট ৩ হাজার ৭৭৮ জন। মারা গেছেন ১০৩ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৬১৩ জন। মারা গেছেন ১০৩ জন।

ডেপুটি সিভিল সার্জন বলেন, আজ মাত্র ৫৪ জনের নমুনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়। পুরোনো নমুনার প্রতিবেদন আসে ২০৪টি। এর মধ্যে ৭৯টি পজিটিভ।