গফরগাঁওয়ে এক পরিবারের পাঁচজনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পৌর শহরের একটি পরিবারের পাঁচ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে এক শিশুও আছে। গতকাল শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষার ফল থেকে এ তথ্য জানা যায়। এদিন ময়মনসিংহ জেলায় মোট ৬১ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. মাঈন ‍উদ্দিন খান বলেন, গফরগাঁও পৌর শহরের ওই পরিবারের একজন সদস্যের প্রথমে করোনাভাইরাস শনাক্ত হয়। পরে ওই ব্যক্তির সংস্পর্শে আসা পরিবারের আরও সাতজন সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এতে পাঁচজন পজিটিভ হন।

গতকাল ময়মনসিংহ জেলায় মোট ৬১ জন নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হন। এর মধ্যে ময়মনসিংহ সদর ও সিটি করপোরেশন এলাকায় ৪৫ জন সংক্রমিত হয়েছেন। ময়মনসিংহ জেলায় এ পর্যন্ত মোট ১ হাজার ৯৭৫ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। সুস্থ হয়েছেন ১ হাজার ৬৫ জন। এ পর্যন্ত মারা গেছেন ২১ জন।