সোনাগাজীতে সরকারি কর্মকর্তাসহ ৯ জনের করোনা শনাক্ত

ছবি রয়টার্স
ছবি রয়টার্স

ফেনীর সোনাগাজীতে তিনজন সরকারি কর্মকর্তাসহ নতুন করে নয়জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ১৫০ জনে। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১১৭ জন। মারা গেছেন আটজন।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ আজ শনিবার দুপুরে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।


নতুন শনাক্ত নয়জনের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন হারবাল সহকারী, উপজেলা আনসার- ভিডিপি কার্যালয়ের একজন প্রশিক্ষক, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের অডিটর ও তাঁর স্ত্রী, পৌরসভার যুবলীগের সভাপতি ও তাঁর স্ত্রী, পৌর শহরের একটি বেসরকারি ব্যাংকের শাখা ব্যবস্থাপক আছেন।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ প্রথম আলোকে বলেন, এ পর্যন্ত উপজেলায় ৫৫৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষায় ১৫০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা ৬ জনসহ হোম কোয়ারেন্টিনে আছেন ৭৫ জন।