রামেকের করোনা ওয়ার্ডে দুজনের মৃত্যু

ছবি রয়টার্স
ছবি রয়টার্স

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আরও ২ জন মারা গেছেন। শুক্রবার দিবাগত রাতে তাঁদের মৃত্যু হয়। দুজনই হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

মারা যাওয়া দুজন হলেন রাজশাহী নগরের রাজপাড়া থানা এলাকার মেহের উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন (৪৫) ও বোয়ালিয়া থানা এলাকার মামুন-অর-রশীদের ছেলে আবদুল ওয়াহেদ ৫৭)। হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস শনিবার প্রথম আলোকে তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

চিকিৎসক সাইফুল ফেরদৌস জানান, দুজনেরই করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ ছিল। তাই মৃত্যুর পর মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। তাঁরা কোভিডে সংক্রমিত ছিলেন কি না, তা নমুনা পরীক্ষার পরই বলা যাবে। সতর্কতার অংশ হিসেবে স্বাস্থ্যবিধি মেনে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে লাশ দাফন করা হয়েছে।