গাইবান্ধায় নতুন করে ১০৫ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি। ছবি: রয়টার্স
প্রতীকী ছবি। ছবি: রয়টার্স

গাইবান্ধায় প্রতিদিনই করোনায় (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে করোনা ‘পজিটিভ’ শনাক্ত হয়েছেন ১০৫ জন। সব মিলিয়ে গাইবান্ধায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯৩। গাইবান্ধার সিভিল সার্জন কার্যালয় সূত্রে আজ শনিবার এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন কার্যালয়ের সবশেষ হিসাব অনুযায়ী, নতুন আক্রান্ত ১০৫ জনের মধ্যে পলাশবাড়ীতে রয়েছেন ১০ জন, ফুলছড়িতে ৭ জন, সাদুল্যাপুরে ৩ জন, সদরে ২৫ জন, সুন্দরগঞ্জে ১০ জন, সাঘাটায় ৭ জন ও গোবিন্দগঞ্জ উপজেলায় ৪৩ জন রয়েছেন। জেলার ৭ উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত ৩৯৩ জনের মধ্যে গোবিন্দগঞ্জে সর্বাধিক ১৭৩ জন আক্রান্ত হয়েছেন।

গাইবান্ধায় বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে ২৪৭ জন বিভিন্ন আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৪১ জন গাইবান্ধা সদরে, সুন্দরগঞ্জে ১৮ জন, সাদুল্যাপুরে ১৯ জন, গোবিন্দগঞ্জে ১১১ জন, সাঘাটায় ১৩ জন, পলাশবাড়ীতে ৩২ জন ও ফুলছড়িতে ১৩ জন রয়েছেন।

এখন পর্যন্ত জেলায় মোট ৯ জন করোনায় আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে গোবিন্দগঞ্জে ৪ জন, সদরে ১ জন, সাদুল্যাপুরে ১ জন, পলাশবাড়ীতে ২ জন ও সুন্দরগঞ্জ উপজেলায় ১ জনের মৃত্যু হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, এ পর্যন্ত জেলায় ১৩৭ জন সুস্থ হয়ে উঠেছেন। গাইবান্ধায় করোনাজয়ী ১৩৭ জনের মধ্যে গাইবান্ধা সদরে ২৮ জন, সুন্দরগঞ্জে ৯ জন, সাদুল্যাপুরে ১৬ জন, গোবিন্দগঞ্জে ৫৭ জন, সাঘাটায় ১২ জন, পলাশবাড়ীতে ১১ জন ও ফুলছড়িতে ৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গাইবান্ধার সিভিল সার্জন এ বি এম আবু হানিফ আজ প্রথম আলোকে জানান, গতকাল শুক্রবার একসঙ্গে ৫৮১টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া যায়। এতে ১০৫ জনের করোনা ‘পজিটিভ’ শনাক্ত হয়। তবে জেলায় করোনা পজিটিভ শনাক্ত অধিকাংশই এখন সুস্থ হওয়ার পথে।