কুমিল্লায় আরও ৮৬ করোনা রোগী শনাক্ত, মৃত্যু তিনজনের

কুমিল্লা জেলায় একদিনে ৮৬ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন তিনজন করোনা রোগী। জেলা করোনা বিষয়ক ফোকাল পারসন ও ডেপুটি সিভিল সার্জন মো. সাহাদাত হোসেন শনিবার বিকেলে প্রথম আলোকে এসব তথ্য জানান।

এ নিয়ে কুমিল্লায় করোনা ‘পজিটিভ’ ব্যক্তি শনাক্ত হলেন মোট ৩ হাজার ৮৮৬ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন জেলার ১০৬ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৬৪৬ জন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, কুমিল্লা নতুন শনাক্ত ৮৬ জনের মধ্যে সিটি করপোরেশন এলাকায় ২০ জন, চৌদ্দগ্রামে ১৯ জন, বরুড়া ও হোমনায় আটজন করে, দেবীদ্বার সাতজন, সদর দক্ষিণ ও মুরাদনগরে পাঁচজন করে, তিতাস চারজন, মেঘনা তিনজন, দাউদকান্দি, চান্দিনা ও মনোহরগঞ্জে দুজন করে এবং নাঙ্গলকোটে একজন। মারা যাওয়া তিনজন বরুড়া, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার বাসিন্দা। নতুন করে সুস্থ হওয়া ৩৩ জনের মধ্যে দাউদকান্দির ১১ জন, নাঙ্গলকোট ও দেবীদ্বারের আটজন করে এবং মনোহরগঞ্জের ছয়জন।

কুমিল্লায় করোনা পরীক্ষার জন্য এ পর্যন্ত ১৯ হাজার ৮২৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে । শনিবার পর্যন্ত ১৯ হাজার ১৯০ জনের প্রতিবেদন পাওয়া গেছে।