মাদারীপুরে আরও ১৬ জনের করোনা শনাক্ত

মাদারীপুরে ২৪ ঘণ্টায় ১৬ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্ত হওয়া করোনা ‘পজিটিভ’ ব্যক্তি ৮৩২ জন। এ পর্যন্ত মারা গেছেন ১২ জন। শনিবার বিকেলে প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন জেলার সিভিল সার্জন মো. সফিকুল ইসলাম।

সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ২৯ ও ৩০ জুন জেলা থেকে পাঠানো ১৩৯ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন এসেছে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে। ওই ১৩৯ জনের মধ্যে ১৬ জনের প্রতিবেদন করোনা ‘পজিটিভ’ এসেছে। এর মধ্যে স্বাস্থ্যকর্মী ও ব্যাংকের কর্মকর্তাসহ ৭ জন রাজৈরের। এ উপজেলায় করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ২৬৮। এ ছাড়া সদর উপজেলায় নতুন ৬ জন নিয়ে মোট শনাক্ত করোনা রোগী হয়েছেন ২৯৩ জন। নতুন শনাক্ত অপর তিনজনের মধ্যে শিবচর উপজেলার দুজন ও কালকিনির একজন রয়েছেন।

সিভিল সার্জন সফিকুল ইসলাম বলেন, ‘আমরা করোনার সংক্রমণ রোধে নিত্যনতুন সিদ্ধান্ত নিয়ে কাজ করছি। এতে জুন মাসের চেয়ে চলতি জুলাইয়ে সংক্রমণ কমে আসবে বলে আশা করছি। এ মাসের প্রথম চার দিনে ৪০ জন হয়েছেন। ওয়ার্ড, পাড়া ও বাড়িসহ নির্দিষ্ট স্থান ধরে লকডাউনের কাজ চলছে। এতে করোনার সংক্রমণ আরও কমে আসবে বলে আমি আশাবাদী।’