পুলিশে করোনায় আক্রান্ত প্রায় সাড়ে ১১ হাজার

গত দুদিনে ঢাকা মহানগর পুলিশসহ (ডিএমপি) সারাদেশে ৩৩৯ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। আজ শনিবার পর্যন্ত এ নিয়ে পুলিশ বাহিনীতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১১ হাজার ৪৩১ জন।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, পুলিশ বাহিনীতে করোানায় আক্রান্তরা বিভিন্ন ইউনিটে কর্মরত। এদের মধ্যে ডিএমপির সদস্য আছেন দুই হাজার ৩৩০ জন। গতকাল পর্যন্ত সারাদেশে ১১ হাজার ৫০৫ পুলিশ সদস্য কোয়ারেন্টিনে (সঙ্গ নিরোধ) ছিলেন। এখন পর্যন্ত চার হাজার ৭৮১ জন পুলিশ সদস্য আইসোলেশনে (বিচ্ছিন্নকরণ) আছেন। গতকাল পর্যন্ত ছয় হাজার ৭ হাজার ৪৬৩ জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত পুলিশ বাহিনীতে ৪৪ জন সদস্য মারা গেছেন, তাদের মধ্যে ডিএমপিরই ১৬ জন।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-গণমাধ্যম ও জনসংযোগ) মো. সোহেল রানা প্রথম আলোকে বলেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ আক্রান্ত পুলিশ সদস্যদের সুস্থ করে তুলতে নানা মুখী পদক্ষেপ নিয়েছেন। এতে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন।