সীমান্তে হত্যা বন্ধ ও করোনা পরীক্ষার ফি বাতিল দাবি

সীমান্তে হত্যা বন্ধ ও করোনা পরীক্ষার ফি বাতিলের দাবিতে সিলেটে ইসলামী শাসনতন্ত্র (ইশা) ছাত্র আন্দোলন সিলেট জেলা ও মহানগর শাখার মানববন্ধন। আজ শনিবার নগরীর চৌহাট্টা মোড়ে। ছবি: প্রথম আলো
সীমান্তে হত্যা বন্ধ ও করোনা পরীক্ষার ফি বাতিলের দাবিতে সিলেটে ইসলামী শাসনতন্ত্র (ইশা) ছাত্র আন্দোলন সিলেট জেলা ও মহানগর শাখার মানববন্ধন। আজ শনিবার নগরীর চৌহাট্টা মোড়ে। ছবি: প্রথম আলো

করোনাকালে সিলেটের সীমান্ত এলাকায় একের পর এক বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র (ইশা) ছাত্র আন্দোলন সিলেট জেলা ও মহানগর শাখা। আজ শনিবার নগরীর চৌহাট্টা মোড়ে এ মানববন্ধনে সীমান্তে নির্বিচারে মানুষ হত্যা বন্ধের দাবি জানানো হয়। এ ছাড়া মানববন্ধনে করোনা পরীক্ষার ফি ধার্য করাকে সরকারের জনবিরোধী পদক্ষেপ আখ্যায়িত করে অবিলম্বে তা বাতিল করার দাবি জানায় সংগঠনটি।

সিলেটসহ বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় একের পর এক হত্যা প্রসঙ্গে মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণের পরিস্থিতির মধ্যে ভারত সরকার সীমান্তে নির্বিচারে পাখির মতো গুলি করে বাংলাদেশি নাগরিক হত্যা করছে। বিগত ছয় মাসে সীমান্তে ২৫ জন বাংলাদেশি নাগরিক হত্যা করা হয়েছে। সর্বশেষ ২ জুলাই সিলেটের গোয়াইনঘাটের বিছনাকান্দি সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে সিরাজ মিয়া নামের আরও এক বাংলাদেশি নিহত হয়েছেন। করোনা মহামারিকালে কথিত বন্ধুরাষ্ট্র থেকে এমন আচরণ কখনোই মেনে নেওয়া যায় না। সরকারের নতজানু ও দুর্বল পররাষ্ট্রনীতির কারণেই সীমান্তে হত্যা প্রতিনিয়ত বেড়েই চলছে। অনতিবিলম্বে হত্যাকাণ্ড বন্ধে সরকারকে পদক্ষেপ নিতে হবে।’

মানববন্ধনে সভাপতিত্ব করেন ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি ইসমাইল আহমদ। সঞ্চালনা করেন জেলার সাধারণ সম্পাদক মো. মকবুল হোসাইন। এ সময় বক্তব্য দেন ইশা ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শুরা সদস্য আবু তাহের মিসবাহ, ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা সভাপতি মুফতি শিহাব উদ্দিন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলার সহসভাপতি আবদুল্লাহ আল মামুন, মহানগরের সহসভাপতি মুহিবুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আরাফাত, জেলার সাংগঠনিক সম্পাদক রায়হান বিন আজমল, মহানগরের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

মানববন্ধন থেকে করোনা পরীক্ষা ফি বাতিলের দাবি জানিয়ে বলা হয়, করোনাকালে দেশের কর্মব্যস্ত মানুষ ঘরবন্দী হয়ে রোজগারহীন অবস্থায় আছেন। মানুষ চরম অনিশ্চয়তায় দিনাতিপাত করছেন। কিন্তু সরকার ইতিমধ্যে করোনা পরীক্ষার ফি ২০০ থেকে ৫০০ টাকা নির্ধারণ করেছে। এমন সিদ্ধান্ত সংবিধান ও জনবিরোধী।