গুরুদাসপুরে ইউএনওর স্ত্রী, সাংবাদিকসহ চারজন করোনায় সংক্রমিত

ছবি রয়টার্স
ছবি রয়টার্স

নাটোরের গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তমাল হোসেনের স্ত্রী জান্নাতুল ফেরদৌস, কালের কণ্ঠের স্থানীয় প্রতিনিধি এম এম আলী আক্কাছসহ চারজন কোভিড-১৯–এ আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবারে রাতে তাঁদের নমুনা পরীক্ষার ফলাফল উপজেলায় পৌঁছায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মো. রবিউল করিম তথ্যটি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার তাঁদের নমুনা সংগ্রহ করে রাজশাহী পাঠানো হয়। গতকাল রাতে ফলাফল হাতে আসে। উপজেলায় এখন পর্যন্ত মোট আক্রান্ত মানুষের সংখ্যা ৩৩। মারা যাননি কেউ।

গতকাল সংক্রমণ শনাক্ত হওয়া অন্য দুজন হচ্ছেন শহরের চাঁচকৈড় বাজারের ইলেকট্রনিকস ব্যবসায়ী রনি ইসলাম ও তাঁর স্ত্রী আফরোজা বেগম। আক্রান্ত ব্যক্তিরা সবাই বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। মানুষকে সচেতন করতে তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়িতে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে।

ইউএনও তমাল হোসেন বলেন, করোনা পজিটিভ নিশ্চিত হওয়ার পর থেকে স্ত্রী আলাদা কক্ষে অবস্থান করছেন। বাড়ি থেকে অফিস করছেন তিনি (ইউএনও)। দুই বছরের সন্তানটি তাঁর কাছেই রয়েছে।