মির্জাপুরে স্বাস্থ্যকর্মীসহ ৬ জনের করোনা শনাক্ত

ছবি রয়টার্স
ছবি রয়টার্স

টাঙ্গাইলের মির্জাপুরে এক স্বাস্থ্যকর্মীসহ নতুন করে ৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে মির্জাপুর উপজেলায় কোভিড–১৯ রোগীর সংখ্যা ২৪৯ জন।


ওই স্বাস্থ্যকর্মী (৩৪) উপজেলার একটি উপস্বাস্থ্য কেন্দ্রের গ্রামীণ স্বাস্থ্যসেবা সহকারী (সিএইচসিপি)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, করোনাভাইরাসে সংক্রমণের উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করে গত ২ ও ৩ জুলাই ঢাকা শিশু হাসপাতালে পাঠানো হয়। ৬ জনের করোনা পজেটিভ ফল এসেছে বলে আজ রোববার সকালে সেখান থেকে পাঠানো প্রতিবেদনে জানানো হয়েছে।

মির্জাপুরে সব মিলিয়ে ২৪৯ জন কোভিড–১৯ রোগীর মধ্যে পাঁচজন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ৬৪ জন। অন্য ১৮০ জন নিজের বাড়িতে ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাকসুদা খানম বলেন, শনাক্ত ব্যক্তির এবং তাদের আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করার প্রস্তুতি চলছে।