বরিশালে মৃত পাঁচজনের কোভিড শনাক্ত, আক্রান্ত আরও ১০০

ছবি রয়টার্স
ছবি রয়টার্স

বরিশাল বিভাগের ছয় জেলায় গতকাল শনিবার ১০০ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ২৯৮। এ ছাড়া করোনাভাইরাসে মারা যাওয়া পাঁচজনের প্রতিবেদনের ফলাফল পজিটিভ এসেছে গত ২৪ ঘণ্টায়। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭৩।

স্বাস্থ্য বিভাগ জানায়, সম্প্রতি কোভিডের উপসর্গ নিয়ে মারা যাওয়া ঝালকাঠির নলছিটি উপজেলার সুনীল কুমার (৫০), ঝালকাঠি সদরের আবদুর রব (৮০), বরিশালের বাবুগঞ্জ উপজেলার জসিম (৩৫), বরিশাল নগরের ভাটিখানা এলাকার কবির হোসেন (৫৫), বরিশালের আগৈলঝাড়া উপজেলার সুরুচি (৫০) নামের পাঁচজনের নমুনা পরীক্ষার প্রতিবেদনে করোনা পজিটিভ এসেছে। ফলে, এ বিভাগে কোভিডে মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭৩।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, শনাক্ত ব্যক্তিদের মধ্যে বরিশাল জেলায় সবচেয়ে বেশি। এ জেলায় মোট শনাক্ত ১ হাজার ৬৮১ জন। এর মধ্যে ১ হাজার ২৪০ জনই বরিশাল নগরের বাসিন্দা। এ ছাড়া পটুয়াখালীতে ৫১১ জন, ভোলায় ৩১৯ জন, পিরোজপুরে ২৪৪ জন, বরগুনায় ৩০১ জন ও ঝালকাঠিতে ২৪২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। মারা যাওয়া ৭৩ জনের মধ্যে বরিশাল নগরসহ জেলায় ২৮ জন, পটুয়াখালীতে ২২ জন, ঝালকাঠিতে ১০ জন, পিরোজপুরে পাঁচজন, ভোলায় চারজন ও বরগুনায় চারজন রয়েছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, বরিশাল বিভাগে জুনে সংক্রমণ পরিস্থিতির বেশ অবনতি হয়। জুলাইতে পরিস্থিতি নিয়ন্ত্রণের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এখন এটাকে নিয়ন্ত্রণ করতে হলে শারীরিক দূরত্ব বজায় রাখা এবং ব্যক্তিগত সচেতনতার বিকল্প নেই।