নারায়ণগঞ্জে করোনায় মুক্তিযোদ্ধার মৃত্যু

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

নারায়ণগঞ্জে করোনাভাইরাসের সংক্রমণে মুক্তিযোদ্ধা ফজলুল হক খোকন (৬৮) মারা গেছেন। গতকাল শনিবার রাতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আজ রোববার সকালে রাষ্ট্রীয় মর্যাদায় শহরের মাসদাইর পৌর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন কাজে সহায়তা করে নারায়ণগঞ্জ সিটি কাউন্সিলর মাকসুদুল আলমের স্বেচ্ছাসেবী সংগঠন।


এই মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধা জানান নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক।


ফজলুল হক খোকন সংগীত শিল্পী, সুরকার, গীতিকার, সংগীত পরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন।


নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা হালিম আজাদ বলেন, তাঁরা একসঙ্গে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। ১৯৭০ সাল থেকে ৭৭ সাল পর্যন্ত তাঁরা ছাত্র ইউনিয়নের হয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।


কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম বলেন, ২০ দিন আগে তিনি করোনাভাইরাসে সংক্রমিত হন। ৩০০ শয্যার করোনা হাসপাতাল থেকে তাঁকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।