রাবিতে নেপালি ছাত্র করোনায় আক্রান্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অভিষেক কুমার সাহা নামের এক নেপালি শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবার নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ ফল আসে। ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শহীদ মীর আবদুল কাইয়ূম ইন্টারন্যাশনাল ডরমিটরিতে থাকতেন। বর্তমানে অভিষেক কুমার সাহা রাজশাহী খ্রিষ্টান মিশন হাসপাতালে আইসোলেশনে আছেন। তাঁর আক্রান্তের বিষয়টি ডরমিটরির ওয়ার্ডেন অধ্যাপক মো. আশাদুল ইসলাম আজ রোববার প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

অধ্যাপক আশাদুল ইসলাম জানান, অভিষেক কুমার সাহা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। বর্তমান করোনা পরিস্থিতিতে অভিষেক দেশে ফেরার জন্য নেপাল দূতাবাসে যোগাযোগ করেছিলেন। দূতাবাস থেকে তাঁকে করোনা পরীক্ষা করতে বলা হয়। ওই শিক্ষার্থী সিটি করপোরেশনের মাধ্যমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দেন। গতকাল শনিবার তাঁর করোনা ‘পজিটিভ’ ফল আসে।

অধ্যাপক আশাদুল ইসলাম বলেন, ‘অভিষেক আমাকে বলেছে, সে বাইরের কারও সংস্পর্শে আসেনি। তার করোনার কোনো লক্ষণও ছিল না। তবু কেন পজিটিভ রিপোর্ট এল, সে বুঝতে পারছে না।’ আশাদুল ইসলাম আরও বলেন, ডরমিটরির দ্বিতীয় তলায় কেবল অভিষেক ও পারভেজ নামের দুই নেপালি শিক্ষার্থী থাকতেন। সংস্পর্শে আসায় পারভেজেরও নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। ডরমিটরিতে বর্তমানে দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ৩২ জন শিক্ষার্থী-গবেষক আছেন। তাঁদের সতর্ক থাকতে বলা হয়েছে। এর বাইরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।