সাভারে করোনা থেকে সুস্থ হয়েও এক শিক্ষকের মৃত্যু

ঢাকার সাভারে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে নয়ন জি রোজারিও নামের এক শিক্ষক মারা গেছেন। গত শনিবার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ তথ্য আজ রোববার প্রথম আলোকে নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সায়েমুল হুদা। এ নিয়ে সাভারে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২৮।

নয়ন জি রোজারিও (৪৯) সাভারের সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করতেন। তাঁর বাড়ি পৌর এলাকার রাজাসনে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৬ জুন নয়ন জি রোজারিওর নমুনা পরীক্ষায় করোনা ‘পজিটিভ’ ধরা পড়ে। ওই দিনই তাঁকে ঢাকার গ্রিনলাইফ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৪ দিন পর পুনরায় পরীক্ষা করে তাঁর শরীরে করোনা ‘নেগেটিভ’ পাওয়া যায়। এরপরও তিনি সুস্থ না হয়ে অবস্থার আরও অবনতি হলে তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার দুপুরে তিনি মারা যান।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সায়েমুল হুদা আজ প্রথম আলোকে বলেন, স্বাস্থ্যবিধি মেনে তাঁর লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।