কসবায় আরও ১২ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গতকাল রোববার আরও ১২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় কোভিড–১৯ রোগীর সংখ্যা ১৯৫ জন। এদিকে পৌরসভার তিনটি ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করার পর সেখানে নতুন রোগীর সংখ্যা কমে এসেছে।

কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কসবা উপজেলায় গত ১৬ মে প্রথম কোভিড–১৯ রোগী শনাক্ত হয়। এখন পর্যন্ত মারা গেছেন একজন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কসবা পৌরসভার শীতলপাড়া, আড়াইবাড়ী ও সাহাপাড়া এলাকায় কোভিড–১৯ রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গত ১৬ জুন স্বাস্থ্য অধিদপ্তর এগুলোকে রেড জোন ঘোষণা করে। বিধি–নিষেধের ফলে এসব এলাকায় নতুন করে কোভিড–১৯ রোগীর সংখ্যা কমে এসেছে।