করোনায় দিঘলিয়া ইউএনও কার্যালয়ের কর্মকর্তার মৃত্যু

খুলনার দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. গোলাম সারোয়ার খান (৫৮) করোনাভাইরাসের সংক্রমণে মারা গেছেন। আজ সোমবার সকাল ছয়টার দিকে খুলনা জেনারেল হাসপাতালের ফ্লু কর্নারে তিনি মারা যান। এ নিয়ে খুলনায় ৩৪ জন কোভিড–১৯ রোগীর মৃত্যু হলো।

দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজ-আল-আসাদ মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ২ জুলাই থেকে সারোয়ার খান খুলনা জেনারেল হাসপাতালের ফ্লু কর্নারে ভর্তি ছিলেন। ৪ জুলাই তাঁর করোনা পজিটিভ আসে। তাঁর গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝড়ায়। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে তাঁর মরদেহ বরিশালের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ইউএনও আরও বলেন, মো. গোলাম সারোয়ার খান উপজেলা প্রশাসনের সব স্টাফের মধ্যে জ্যেষ্ঠ ছিলেন। তাঁর ডায়াবেটিস ও হার্টের সমস্যা ছিল। সবশেষ ১৬ দিন আগে সুস্থ অবস্থায় তিনি শেষবারের মতো অফিস করেন।