বানভাসি জীবন

টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির রোববার কিছুটা উন্নতি হয়। তবে এখনো পানিবন্দী বিভিন্ন চরাঞ্চলের হাজারো মানুষ। রাস্তাঘাট ও বিস্তীর্ণ এলাকার ফসলি জমি পানির নিচে। এসব এলাকায় বিশুদ্ধ পানি ও শিশুখাদ্যের তীব্র সংকট চলছে। বন্যাদুর্গত মানুষের অভিযোগ, এ পর্যন্ত তাঁরা কোনো সহায়তা পাননি। টাঙ্গাইলের বন্যাকবলিত চরাঞ্চলের মানুষের জীবন নিয়ে ছবির গল্প। ছবিগুলো রোববার তোলা।
১ / ৯
বন‌্যায় ভে‌ঙে যাওয়া ঘর থেকে বাঁশ সংগ্রহ কর‌ছেন শেফালী বেগম। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের রাজাপুর এলাকা।
বন‌্যায় ভে‌ঙে যাওয়া ঘর থেকে বাঁশ সংগ্রহ কর‌ছেন শেফালী বেগম। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের রাজাপুর এলাকা।
২ / ৯
ঘরে ঢুকেছে বন্যার পানি। পরিবারের সদস্যরা গেছেন নিরাপদ আশ্রয়ে। ঘরদোর দেখভালে রয়ে গেছেন আছরউদ্দিন। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের জুঙ্গীপুর এলাকা।
ঘরে ঢুকেছে বন্যার পানি। পরিবারের সদস্যরা গেছেন নিরাপদ আশ্রয়ে। ঘরদোর দেখভালে রয়ে গেছেন আছরউদ্দিন। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের জুঙ্গীপুর এলাকা।
৩ / ৯
বানের পানি বসতঘরে ঢোকায় অন্যের উঁচু বাড়িতে আশ্রয় নিয়েছে ছয়টি পরিবার। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের ফলদাপাড়া এলাকা।
বানের পানি বসতঘরে ঢোকায় অন্যের উঁচু বাড়িতে আশ্রয় নিয়েছে ছয়টি পরিবার। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের ফলদাপাড়া এলাকা।
৪ / ৯
বন্যার কারণে ইব্রাহীম মিয়া তাঁর স্ত্রী ও চার সন্তান নি‌য়ে গোয়ালঘ‌রের পা‌শের উঁচু স্থানে খোলা আকা‌শের নি‌চে আশ্রয় নি‌য়ে‌ছেন। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের দ‌ক্ষিণ চর‌বিহারী এলাকা।
বন্যার কারণে ইব্রাহীম মিয়া তাঁর স্ত্রী ও চার সন্তান নি‌য়ে গোয়ালঘ‌রের পা‌শের উঁচু স্থানে খোলা আকা‌শের নি‌চে আশ্রয় নি‌য়ে‌ছেন। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের দ‌ক্ষিণ চর‌বিহারী এলাকা।
৫ / ৯
বন্যায় গবাদিপশু নিয়ে বিপাকে চরাঞ্চলের মানুষ।
বন্যায় গবাদিপশু নিয়ে বিপাকে চরাঞ্চলের মানুষ।
৬ / ৯
বানভাসি মানুষের চিন্তাক্লিষ্ট মুখ।
বানভাসি মানুষের চিন্তাক্লিষ্ট মুখ।
৭ / ৯
বানের মধ্যেই চলছে আহারের সংস্থান। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের দ‌ক্ষিণ চর‌বিহারী এলাকা।
বানের মধ্যেই চলছে আহারের সংস্থান। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের দ‌ক্ষিণ চর‌বিহারী এলাকা।
৮ / ৯
বানের পানিতে মাছ শিকার। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের দ‌ক্ষিণ চর‌বিহারী এলাকা।
বানের পানিতে মাছ শিকার। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের দ‌ক্ষিণ চর‌বিহারী এলাকা।
৯ / ৯
বানভাসির বাহন এখন নৌকা।
বানভাসির বাহন এখন নৌকা।