নোয়াখালীতে এএসআইসহ আরও ২৭ জনের কোভিড শনাক্ত

করোনাভাইরাস। প্রতীকী ছবি
করোনাভাইরাস। প্রতীকী ছবি

নোয়াখালীতে আরও ২৭ জনের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সেনবাগ থানা-পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) কাউসার আহমেদ রয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ২৯১। আজ সোমবার জেলা সিভিল সার্জনের কার্যালয় এ তথ্য জানিয়েছে।

জানতে চাইলে নতুন করে ২৭ জনের শরীরে কোভিড শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার। প্রথম আলোকে তিনি বলেন, ২৪ ঘণ্টায় ১৬৪ জনের নমুনা পরীক্ষা করে ওই ফলাফল পাওয়া গেছে। বাকি ১৩৭ জনের ফলাফল নেগেটিভ এসেছে। তিনি বলেন, একই সময়ে জেলার বিভিন্ন উপজেলায় করোনামুক্ত হয়েছেন ২২ জন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা প্রথম আলোকে বলেন, গতকাল রোববার সন্ধ্যায় পাওয়া নমুনা পরীক্ষার ফলাফলে সেনবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কাউসার আহমেদের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁকে ইতিমধ্যে আইসোলেশনে পাঠানো হয়েছে। এ নিয়ে থানার দুজন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন বলে উল্লেখ করেন ওসি আবদুল বাতেন।

জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, নতুন শনাক্ত হওয়া ২৭ জন কোভিড রোগীর মধ্যে সদর উপজেলায় ৩ জন, সুবর্ণচরে ১০ জন, বেগমগঞ্জে ৭ জন, সোনাইমুড়ীতে ১ জন, সেনবাগে ২ জন ও কোম্পানীগঞ্জে ৪ জন রয়েছেন।

সূত্র জানায়, জেলায় মোট রোগী সদর উপজেলায় ৬৯৬ জন, সুবর্ণচরে ১৯৪ জন, হাতিয়ায় ৩৭ জন, বেগমগঞ্জে ৬৭২ জন, সোনাইমুড়ীতে ১২০ জন, চাটখিলে ১৪১ জন, সেনবাগে ১০৪ জন, কোম্পানীগঞ্জে ১২৭ জন ও কবিরহাটে ২৪৫ জন।