রায়গঞ্জে চিকিৎসকসহ আরও ২৬ জনের করোনা শনাক্ত

ছবি রয়টার্স
ছবি রয়টার্স

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় চিকিৎসক ও নার্সসহ আরও ২৬ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে। এ নিয়ে উপজেলায় কোভিড–১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ৬০ জনে। আজ সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ তথ্য জানিয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রহিমা আক্তার বলেন, নতুন শনাক্তদের মধ্যে রয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন চিকিৎসক, দুজন সিনিয়র স্টাফ নার্স, হাসপাতালে কর্মরত একজন ও তাঁর পরিবারের এক সদস্য।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ১ জুন প্রথম এই উপজেলায় একসঙ্গে চারজনের করোনাভাইরাস শনাক্ত হয়। আর ১ জুলাই পর্যন্ত সংক্রমিতের শনাক্তের সংখ্যা ছিল ৩৪। এক দিনে সর্বোচ্চ ২৬ জনসহ সংক্রমিতের সংখ্যা এখন ৬০। উপজেলা থেকে এ পর্যন্ত ৫২২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে সবার নমুনার ফল পাওয়া গেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিমুল ইসলাম জানান, ব্যক্তিগত সচেতনতা ও সুরক্ষা ছাড়া বিকল্প নেই। উপজেলাবাসীকে আরও সচেতন হয়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান তিনি।