সাতক্ষীরায় এক দিনে সর্বোচ্চ ২৩ জন কোভিডে আক্রান্ত

করোনাভাইরাস। প্রতীকী ছবি
করোনাভাইরাস। প্রতীকী ছবি

সাতক্ষীরায় আজ সোমবার এক দিনে সর্বোচ্চ ২৩ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গত দুই দিন জেলায় নমুনা পরীক্ষার প্রতিবেদনে কারও পজিটিভ না এলেও আজ সর্বোচ্চ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১৩ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯৭ জন। মারা গেছেন ৪ জন।

সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকতা জয়ন্ত সরকার জানান, গত দুই দিন সাতক্ষীরায় কারও করোনাভাইরাস পজিটিভ আসেনি। আজ ২৩ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ছয়জন, তালায় তিনজন, দেবহাটায় একজন, শ্যামনগরে চারজন, কলারোয়ায় তিনজন ও কালীগঞ্জ উপজেলায় ছয়জন রয়েছেন। শনাক্তদের মধ্যে ১৬ জন পুরুষ ও ৭ জন নারী রয়েছেন।

জয়ন্ত সরকার আরও জানান, আজ শনাক্ত হওয়া সবাই বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। তাঁদের বাড়ি লাল পতাকা টাঙিয়ে লকডাউন করার প্রক্রিয়া চলছে।

জয়ন্ত সরকার জানান, সাতক্ষীরা জেলায় এ পর্যন্ত ২ হাজার ৩৮০ জনের নমুনা পরীক্ষার জন্য জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর), খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম কেন্দ্রে পাঠানো হয়। এর মধ্যে ১ হাজার ৬০৮টির প্রতিবেদন এসেছে।

চিকিৎসা কর্মকতা জয়ন্ত সরকার জানান, জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন ৩০ জন। তাঁদের মধ্যে ৪ জনের পজিটিভ এসেছে। ২৩ জনের নেগেটিভ এসেছে। তিনজনের প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।