পটুয়াখালীতে আরও ১৪ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি। ছবি: রয়টার্স
প্রতীকী ছবি। ছবি: রয়টার্স

পটুয়াখালী জেলায় নতুন করে আরও ১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে স্বাস্থ্যকর্মী, বিদ্যুৎ বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৫৪২। মঙ্গলবার সকালে পটুয়াখালীর সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় নতুন করে ১৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে পটুয়াখালী সদর উপজেলার ১৩ জন ও গলাচিপা উপজেলার ১ জন রয়েছন। এ পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন ২২ জন। এর মধ্যে সদর উপজেলায় ৪ জন, বাউফলে ৭, দুমকিতে ৩, কলাপাড়ায় ২, গলাচিপায় ৩ জন এবং দশমিনা, মির্জাগঞ্জ ও রাঙ্গাবালী উপজেলায় একজন করে রয়েছেন।

পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, জেলায় এখন পর্যন্ত মোট ৪ হাজার ৭৬৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৬ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন এসেছে। কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে নতুন করে আরও ৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। আর এ পর্যন্ত ১৩৪ জন সুস্থ হওয়ার পর আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন।