পঞ্চগড়ে চিকিৎসকের মা-বাবা করোনা পজিটিভ

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক এস এম শরীফ আফজালের মা ও বাবারও করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এই দুজনসহ জেলায় নতুন করে সাতজন করোনায় সংক্রমিত হলেন। আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের ৫৭ বছর বয়সী এক বিজিবি সদস্য, পঞ্চগড় পুলিশ লাইনসের ৪৮ বছর বয়সী এক পুলিশ সদস্য, বোদা উপজেলার ৪৫ ও ৪৬ বছর বয়সী দুজন বাসিন্দা এবং দেবীগঞ্জ উপজেলার ৪৭ বছর বয়সী একজন বাসিন্দা রয়েছেন। আর করোনায় আক্রান্ত ওই চিকিৎসকের বাবার বয়স ৬০ বছর ও মায়ের বয়স ৫৬ বছর।

পঞ্চগড় সিভিল সার্জন মো. ফজলুর রহমান বলেন, করোনা পজিটিভ শনাক্ত হওয়া সাতজনেরই করোনার উপসর্গ থাকলেও বর্তমানে তাঁদের শারীরিক অবস্থা উন্নতির দিকে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত ব্যক্তির মোট সংখ্যা দাঁড়াল ১৫৮। এর মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। সুস্থ হয়েছেন ১২৬ জন।