নীলফামারীতে আরও ৬ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নীলফামারী জেলায় নতুন করে ছয়জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড-১৯–এ আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১৮। সুস্থ হয়েছেন ৩০৪ জন। মারা গেছেন আটজন।

নতুন আক্রান্ত ব্যক্তির মধ্যে জেলা সদরের উত্তরা ইপিজেডের ম্যাজেন (বিডি) ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় কর্মরত দুই নারীসহ চারজন এবং কিশোরগঞ্জ উপজেলার দুজন রয়েছেন।

সিভিল সার্জন রনজিত কুমার বর্মন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল সোমবার সন্ধ্যায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে জেলা সদরের চারজন এবং কিশোরগঞ্জ উপজেলার দুজনের করোনাভাইরাসে সংক্রমণের নমুনা পরীক্ষার প্রতিবেদন পজিটিভ আসে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রমতে, জেলায় পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে মোট ৩ হাজার ৮৯২টি। ফল পাওয়া গেছে ৩ হাজার ৬৫১টির। মোট আক্রান্ত ব্যক্তির মধ্যে জেলা সদরে ১৪৫ জন, ডোমার উপজেলায় ৪২ জন, ডিমলায় ৫২ জন, জলঢাকায় ৭৯ জন, কিশোরগঞ্জে ৩৬ জন ও সৈয়দপুর উপজেলায় ৬৪ জন রয়েছেন।

মারা যাওয়া আটজনের মধ্যে জেলা সদরে দুজন, সৈয়দপুর উপজেলায় তিনজন, কিশোরগঞ্জে একজন ও জলঢাকা উপজেলায় দুজন রয়েছেন।