বরগুনায় ১৩ পুলিশসহ আরও ২৫ জনের কোভিড শনাক্ত

প্রতীকী ছবি। ছবি: রয়টার্স
প্রতীকী ছবি। ছবি: রয়টার্স

বরগুনায় গত ২৪ ঘণ্টায় কোভিডে নতুন শনাক্ত ২৫ জনের মধ্যে ১৩ জনই পুলিশ সদস্য। এ ছাড়া শিক্ষক ও স্বাস্থ্যকর্মীও রয়েছেন আক্রান্তের নতুন তালিকায়। বরগুনা সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা আজ বুধবার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় এখন পর্যন্ত ৩৪৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে বরগুনা সদর উপজেলার সর্বোচ্চ, ১৭৪ জন। এ ছাড়া আমতলী উপজেলায় ৫২, পাথরঘাটায় ২৮, বামনায় ৩৬, বেতাগীতে ৩৬ ও তালতলীতে ১৯ জন। এখন পর্যন্ত মারা গেছেন পাঁচজন।

নতুন শনাক্তের মধ্যে বরগুনা সদর পুলিশ লাইনের ১০ পুলিশ সদস্য, স্বাস্থ্যকর্মী, শিক্ষকসহ ১৫ জন, আমতলী উপজেলায় স্বাস্থ্যকর্মী ও ১ পুলিশসহ ৩ জন, তালতলীতে ১ পুলিশসহ ৩ জন, বামনায় ১ পুলিশসহ ৩ জন এবং পাথরঘাটা উপজেলায় ১ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির প্রধান জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ প্রথম আলোকে বলেন, আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করা হয়েছে এবং তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।