বরিশালে আরও ১১৪ জনের করোনা শনাক্ত

বরিশাল বিভাগের ছয় জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে ১১৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে কোভিড–১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৬৫১। একই সময়ে বিভাগে মারা যাওয়া তিনজনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়েছে। ফলে এ বিভাগে মৃত ব্যক্তির সংখ্যা বেড়ে হলো মোট ৮০। আজ বুধবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, কোভিড–১৯ রোগীদের মৃত্যুর সংখ্যা বরিশাল, পটুয়াখালী ও ঝালকাঠি জেলায় বেশি। এর মধ্যে বরিশাল জেলায় ৩১ জন, পটুয়াখালীর ২৩, ঝালকাঠির ১১ জন মারা গেছেন। বাকি তিনটি জেলায় ৫ জন করে ১৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজন বরিশাল, পটুয়াখালী ও ঝালকাঠির বাসিন্দা।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, সংক্রমণের দিক দিয়ে সবচেয়ে বেশি বরিশাল জেলায়। এই জেলায় এখন পর্যন্ত ১ হাজার ৭৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া পটুয়াখালী জেলায় ৫৭২ জন, ভোলায় ৩৫৭, পিরোজপুরে ৩১৩, বরগুনায় ৩৪৫ ও ঝালকাঠি জেলায় ২৮৯ জনের করোনা শনাক্ত হয়।