কুমিল্লায় আরও ৮১ জনের করোনা শনাক্ত

ছবি রয়টার্স
ছবি রয়টার্স

কুমিল্লা জেলায় আজ বুধবার এক দিনে নতুন করে ৮১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছেন ১ জন এবং সুস্থ হয়েছেন ১৮৬ জন। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে আজ বিকেলে এই তথ্য পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট ৪ হাজার ১৬৭ জনের করোনাভাইরাস শনাক্ত হলো। মারা গেছেন ১১২ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ১২৪ জন।

মারা যাওয়া ব্যক্তির বাড়ি লাঙ্গলকোট উপজেলায়।

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানা গেছে, আজ কুমিল্লা সিটি করপোরেশনে ২২ জন, চৌদ্দগ্রামে ১৫ জন, লাকসামে ১৩ জন, নাঙ্গলকোট ও বরুড়ায় ৭ জন করে, চান্দিনায় ৫ জন, মনোহরগঞ্জে ৪ জন, বুড়িচংয়ে ৩ জন, আদর্শ সদর ও সদর দক্ষিণে ২ জন করে এবং ব্রাহ্মণপাড়ায় ১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়।

কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন মো. সাহাদাত হোসেন বলেন, কুমিল্লা জেলায় এ পর্যন্ত মোট ২০ হাজার ৯৩০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে গতকাল মঙ্গলবার পর্যন্ত ২০ হাজার ৩৪০ জনের প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লা শহরে মোট ১ হাজার ১৩২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছেন ১৫ জন। আজ নমুনা পাঠানো হয়েছে ২৪২টি। আগের ২৭৭টি নমুনার মধ্যে ৮১টির ফল পজিটিভ পাওয়া গেছে।