টাঙ্গাইলে আরও ৪৪ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

টাঙ্গাইলে এক দিনে সর্বোচ্চ ৪৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড-১৯-এ আক্রান্ত রোগীর সংখ্যা ৮০০ ছাড়াল। বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন শনাক্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৫ জন, মির্জাপুরে ১১, মধুপুরে ৭, সখীপুরে ৪, গোপালপুর ও ঘাটাইলে ২ জন করে, নাগরপুর, দেলদুয়ার ও ভূঞাপুরে ১ জন করে রয়েছেন। এ নিয়ে জেলায় কোভিড রোগীর সংখ্যা বেড়ে হলো ৮৩৭।

টাঙ্গাইলের সিভিল সার্জন মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বলেন, নতুন আক্রান্তদের মধ্যে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সখীপুর পৌরসভার মেয়র, মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের একজন পুলিশ পরিদর্শক, একজন উপসহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) ও একজন পুলিশ কনস্টেবল ও ঘাটাইলের একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

সিভিল সার্জন কার্যালয় জানায়, জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ এপ্রিল। এরপর থেকে রোগীর সংখ্যা বাড়তেই থাকে। করোনায় এখন পর্যন্ত জেলায় মারা গেছেন ১৭ জন। সুস্থ হয়েছেন ৪১০ জন আর চিকিৎসাধীন ৪১০ জন।