মৌলভীবাজারে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনার (কোভিড-১৯) উপসর্গ নিয়ে এক ব্যক্তি (৪০) মারা গেছেন। আজ রোববার বেলা দুইটার দিকে হাসপাতালে ভর্তি হওয়ার আধা ঘণ্টার মধ্যে তিনি মারা যান। হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক পার্থ সারথি দত্ত কাননগো এর সত্যতা নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের বাসিন্দা ওই ব্যক্তি তিন দিন ধরে জ্বর ও পেটের অসুখে ভুগছিলেন। আজ সকাল থেকে হঠাৎ করে তাঁর শ্বাসকষ্ট দেখা দেয়। এরপর তাঁকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তির আধা ঘণ্টার মধ্যেই তিনি মারা যান।

চিকিৎসক পার্থ সারথি দত্ত কাননগো প্রথম আলোকে বলেন, তিন দিন ধরে ওই ব্যক্তির জ্বর ও ডায়রিয়া ছিল। আজ শ্বাসকষ্ট হলে হাসপাতালে নিয়ে আসা হয়। আইসোলেশন ইউনিটে ভর্তির আধা ঘণ্টার মধ্যেই তিনি মারা গেছেন। করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।