ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নয় সদস্যের অনাস্থা

সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে অনাস্থা দিয়েছেন পরিষদের নয়জন সদস্য। গতকাল সোমবার সুনামগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অনাস্থা দেন তাঁরা। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছেও অভিযোগ দেওয়া হয়েছে। সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্য পাঠ করেন ১ নম্বর ওয়ার্ডের সদস্য কামরুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, চেয়ারম্যান লুৎফুর রহমান পরিষদের সদস্যদের নিয়ে কোনো সভা করেন না। স্থানীয় নোয়াগাঁও বাজারে একটি অফিস নিয়ে সেখান থেকে সবকিছু নিয়ন্ত্রণ করেন। দুর্নীতি করার সুবিধার্থে তিনি কমিটিতে সদস্যদের রাখেন না। তালিকায় ভুয়া নাম অন্তর্ভুক্ত করে নানাভাবে প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ করছেন। প্রতিবাদ করলে সদস্যদের সঙ্গে অশালীন আচরণ করেন। নানাভাবে হুমকি-ধমকি দেন। সংবাদ সমেঞ্চলনে উপস্থিত ছিলেন ইউপি সদস্য কামরুল ইসলাম, মো. জহির মিয়া, তৈয়ব আলী, মহিবুর মিয়া, কুতুব উদ্দিন, মহরম আলী, জুহেনা বেগম, শিরিয়া বেগম ও মো. তৈয়ব আলী। চেয়ারম্যান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সবকিছুই নিয়মমাফিক চলছে। আমি দুর্নীতি করলে কর্তৃপক্ষ আছে। তাঁরা কী কারণে আমার বিরোধিতা করছেন, আমি জানি না।’