নরসিংদীতে আরও ২০ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

নরসিংদীতে নতুন করে আরও ২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এঁদের মধ্যে নরসিংদীর সদর উপজেলার ১৮ জন, মনোহরদী ও শিবপুর উপজেলায় একজন করে রয়েছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে (কোভিড-১৯ এ) আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৫৫ জনে। বৃহস্পতিবার রাতে জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

নরসিংদীর সিভিল সার্জন মো. ইব্রাহীম বলেন, নতুন করে আরও ২০ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ার পর জেলায় মোট আক্রান্তের সংখ্যা সাড়ে তিন শ ছাড়িয়েছে। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা লোকজনের নমুনা সংগ্রহ করা হবে। তাঁদের হোম কোয়ারেন্টিনে থাকতে বাধ্য করা হবে। এ পর্যন্ত আমাদের তালিকাভুক্ত চার ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ১৬৪ জন।

স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানায়, জেলার ছয়টি উপজেলা থেকে মোট ২ হাজার ৫৩২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এঁদের মধ্যে ৩৫৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।