কুড়িগ্রামে করোনায় সংক্রমিত হয়ে নারীর মৃত্যু

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় করোনাভাইরাসে সংক্রমিত এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা গ্রামে নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় তিনি মারা যান। বিকেলে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মো. হাবিবুর রহমান।

মারা যাওয়া ওই নারীর নাম পূর্ণিমা রানী (৮০)। তিনি ওই গ্রামের বীরেন্দ্র নাথ সরকারের স্ত্রী।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সামছুন্নাহার বলেন, ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য সহকারী বিশ্বনাথ সরকারের মা পূর্ণিমা রানী। গত ৩০ জুন তাঁর করোনা পজিটিভ শনাক্ত হয়। এরপর তাঁর পরিবারের সবার করোনা পজিটিভ ধরা পড়ে। সবাইকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এরই মধ্যে পূর্ণিমা রানী মারা গেলেন। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান বলেন, করোনায় মারা যাওয়া ওই নারী হিন্দুসম্প্রদায়ের। ফলে হিন্দুসম্প্রদায়ের পাঁচ সদস্যের স্বেচ্ছাসেবী কর্মীর মাধ্যমে লাশটি সৎকার করা হবে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, এখন পর্যন্ত ফুলবাড়ী উপজেলায় ২৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এরই মধ্যে ১৬ জনের করোনা নেগেটিভ এসেছে। তাঁরা হোম কোয়ারেন্টিনে আছেন। অন্য ৯ জনের মধ্যে একজন মারা গেছেন।