নারায়ণগঞ্জে আরও ৩৩ জন করোনায় সংক্রমিত

প্রতীকী ছবি। ছবি: রয়টার্স
প্রতীকী ছবি। ছবি: রয়টার্স

নারায়ণগঞ্জে নতুন করে ৩৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড–১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৪৫৭। আজ বৃহস্পতিবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন ও নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩১৪ জনের। এর মধ্যে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩৩ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ৮ মার্চ দেশে প্রথম তিনজন কোভিড–১৯ রোগী শনাক্ত হন। এর মধ্যে দুজন ছিলেন নারায়ণগঞ্জের। ৩০ মার্চ করোনায় সংক্রমিত হয়ে এক নারীর মৃত্যু হয়। এরপর ৭ এপ্রিল করোনার সংক্রমণের জন্য নারায়ণগঞ্জকে অতি ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে চিহ্নিত করা হয়। ৮ এপ্রিল নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করে সরকার।

কোভিডে আক্রান্ত হয়েছেন জেলা সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ৫ হাজার ৪৫৭ জন। এর মধ্যে দুজন চিকিৎসক, একজন স্টাফ নার্স, জেলা প্রশাসনের এক কর্মচারীসহ ১২০ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ হাজার ৫২৬ জন।