মুন্সিগঞ্জে আরও ৫০ জনের কোভিড শনাক্ত

করোনাভাইরাস। প্রতীকী ছবি
করোনাভাইরাস। প্রতীকী ছবি

মুন্সিগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ২ হাজার ৩৫৩। আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

মুন্সিগঞ্জের সিভিল সার্জন আবুল কালাম আজাদ জানান, ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম) ল্যাব থেকে আজ ২১৭টি নমুনা পরীক্ষার প্রতিবেদন এসেছে। এর মধ্যে ৫০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলায় ২২ জন, টঙ্গিবাড়ীতে ৩, সিরাজদিখানে ১২, লৌহজংয়ে ৩, গজারিয়ায় ৭ ও শ্রীনগর উপজেলায় ৩ জন রয়েছেন। এতে জেলায় কোভিড রোগীর সংখ্যা বেড়ে হলো ২ হাজার ৩৫৩। এর মধ্যে মারা গেছেন ৫৫ জন। আর সুস্থ হয়েছেন ৯৮৪ জন।