হাসপাতালে ভর্তির ৫৫ মিনিটেই মৃত্যু

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে স্থাপিত কুমিল্লা কোভিড-১৯ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন একজন। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তির ৫৫ মিনিটের মধ্যেই তিনি মারা যান। হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

হাসপাতাল সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কাদরা গ্রামের ৫৩ বছরের এক ব্যক্তি শ্বাসকষ্ট নিয়ে কুমিল্লা কোভিড–১৯ হাসপাতালে ভর্তি হন। এরপর তাঁকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে ৩টা ৫৫ মিনিটে তিনি মারা যান।

হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান জানান, বর্তমানে এই হাসপাতালে ১০৪ জন রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে পুরুষ ৭০ জন ও নারী ৩৪ জন। আইসিইউতে ১০ জন, করোনা ওয়ার্ডে ৫৬ জন ও আইসোলেশন ওয়ার্ডে আছেন ৩৬ জন।