রাজশাহী জেলার ৫৪ জনের মধ্যে ৫০ জনই নগরের

করোনাভাইরাস। প্রতীকী ছবি
করোনাভাইরাস। প্রতীকী ছবি

রাজশাহী জেলায় গত ২৪ ঘণ্টায় ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫০ জনই রাজশাহী নগরের। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে চিকিৎসক, নার্স ও পুলিশ সদস্য রয়েছেন। আজ শুক্রবার জেলা সিভিল সার্জন মোহা. এনামুল হক এ তথ্য নিশ্চিত করেন।

রাজশাহী নগরের ৫০ জন ছাড়াও বাকি ৪ জনের মধ্যে জেলার তানোর উপজেলার ৩ জন ও বাগমারার ১ জন রয়েছেন। এ নিয়ে জেলায় শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১ হাজার ৪৬৯। এর মধ্যে শুধু রাজশাহী নগরেই ১ হাজার ১৩৫ জন।

গত ২৪ ঘণ্টায় রাজশাহী জেলায় সর্বাধিক ৬১ জন কোভিড থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৩২১ জন। আর মারা গেছেন ১৩ জন। গতকাল বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড পজিটিভ নিয়ে মারা যাওয়া নগরের মাইনুল ইসলামের (৬৫) নাম এখনো সিভিল সার্জন কার্যালয় যুক্ত করেনি।