সাতক্ষীরায় কোভিডে আরও একজনের মৃত্যু

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ রোগে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় এ রোগে ছয়জন মারা গেলেন। শুক্রবার দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান।

মারা যাওয়া ব্যক্তির নাম মাসুদ হোসেন (৩৮)। তিনি সাতক্ষীরা শহরের মধ্যকাটিয়া আমতলা এলাকার বাসিন্দা।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মানস কুমার মণ্ডল জানান, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মাসুদ হোসেন গত ৩০ জুন হাসপাতালে ভর্তি হন। প্রথমে তাঁকে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হয়ে আসে। ২ জুলাই তাঁর নমুনা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। ৭ জুলাই ওই নমুনা পরীক্ষার প্রতিবেদনে করোনাভাইরাস পজিটিভ আসে। ৮ জুলাই অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান।

মানস কুমার মণ্ডল আরও জানান, মাসুদ হোসেনের মৃত্যুর পর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়কে জানানো হয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার জানান, স্বাস্থ্যবিধি মেনে লাশটি দাফন করার জন্য বলা হয়েছে। মৃত ওই ব্যক্তির বাড়ি লকডাউন করার প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, এ নিয়ে জেলায় কোভিড-১৯ রোগে ছয়জন মারা গেছেন।