সুনামগঞ্জে আরও ১৬ জনের করোনা শনাক্ত

ছবি রয়টার্স
ছবি রয়টার্স

সুনামগঞ্জে নতুন করে ১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড-১৯–এ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৫২। আজ শুক্রবার জেলা সিভিল সার্জনের কার্যালয় এ তথ্য জানিয়েছে।

সুনামগঞ্জের সিভিল সার্জন মোহাম্মদ শামস উদ্দিন বলেন, নতুন করে সংক্রমিত ব্যক্তিদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ১২ জন ও দিরাই উপজেলায় ৪ জন রয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, সুনামগঞ্জে গত ৩০ মার্চ থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে। প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয় গত ১২ এপ্রিল। এ পর্যন্ত জেলায় ৯ হাজার ৬২০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ফল জানা গেছে ৯ হাজার ১২৮ জনের। জেলায় কোভিড রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ১৫২। এর মধ্যে মারা গেছেন আটজন। সুস্থ হয়েছেন ৭৮১ জন। ৩৬৩ জন আইসোলেশনে চিকিৎসাধীন।