মাদারীপুরে কোভিড আক্রান্ত ব্যবসায়ীর মৃত্যু

আনোয়ার খান
আনোয়ার খান

মাদারীপুরে কোভিড-১৯–এ আক্রান্ত হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় এ রোগে মারা গেলেন ১৫ জন। এর মধ্যে সদর উপজেলায় মারা গেছেন ৯ জন। চলতি মাসের ১০ দিনে মারা গেছেন ৩ জন।

মারা যাওয়া ওই ব্যবসায়ীর নাম আনোয়ার খান (৩৪)। তিনি সদর উপজেলার পাঁচখোলা এলাকার মৃত আবদুল লতিফ খানের ছেলে। তিনি ইটভাটার ব্যবসা করতেন।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ার খান এক সপ্তাহ ধরে ডায়রিয়া, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। চলতি মাসের ৫ তারিখ তিনি মাদারীপুর সদর হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন। বৃহস্পতিবার ওই পরীক্ষার প্রতিবেদন ‘পজিটিভ’ আসে। বাড়িতে থেকেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন। শুক্রবার সকালে তাঁর অবস্থার অবনতি হলে তিনি মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি হন। বেলা ১১টার দিকে তাঁর অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকেরা ঢাকায় নিতে বলেন। পথে অ্যাম্বুলেন্সে তিনি মারা যান।

মৃত আনোয়ার খানের ভাতিজা সজীব খান বলেন, ‘এক সপ্তাহর বেশি সময় ধরে আমার চাচা ডায়রিয়া, জ্বর ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। আমরা প্রথমে বুঝতে পারিনি তিনি করোনায় আক্রান্ত। তাঁর রিপোর্ট পজিটিভ আসার পর আমরা তাঁর চিকিৎসা শুরু করি। কিন্তু তিনি এত দ্রুত মারা যাবেন, তা আমরা কেউ কল্পনা করতে পারিনি। চাচার মৃত্যু আমরা কোনো ভাবেই মানতে পারছি না।’

জানতে চাইলে সদর উপজেলার করোনাবিষয়ক ফোকাল পারসন মীর রায়হান প্রথম আলোকে বলেন, ‘আনোয়ারের রিপোর্ট পজিটিভ আসার পরই আমরা তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তখন জানতে পারি, তাঁর অবস্থা খারাপ। তখনই আমরা তাঁকে হাসপাতালে ভর্তি হতে বলি, কিন্তু তাঁরা আমাদের কথা আমলে নেননি। তবুও আমরা যোগাযোগ করেছি। সকালে খুব খারাপ অবস্থা নিয়ে আনোয়ারকে হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজন। তাঁর বেশ কয়েক দিন ধরে ডায়রিয়া ও শ্বাসকষ্ট ছিল। খুব দুর্বল থাকায় আমরা তাঁকে ঢাকায় রেফার করার সিদ্ধান্ত নিই। কিন্তু ঢাকায় নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।’

মীর রায়হান আরও বলেন, ‘কোভিডে মারা যাওয়া আনোয়ারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে। তাঁর সংস্পর্শে থাকা পরিবারের সবাইকে আমরা কোয়ারেন্টিনে থাকতে বলেছি। তাঁদের উপসর্গ দেখা দিলে নমুনা দিতে বলা হয়েছে।’