নারায়ণগঞ্জে করোনার সংক্রমণে বৃদ্ধের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭

ছবি রয়টার্স
ছবি রয়টার্স

নারায়ণগঞ্জে করোনাভাইরাসের সংক্রমণে ২৪ ঘণ্টায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড–১৯–এ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৫৩৯। আর মৃতের সংখ্যা বেড়ে হলো ১২১। আজ শনিবার জেলা সিভিল কার্যালয় এ তথ্য জানিয়েছে।

জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, কোভিডে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই ব্যক্তি রয়স ৬০ বছর। তাঁর বাড়ি শহরের দেওভোগ এলাকায়। এ ছাড়া নতুন করে আরও ৩৭ জন কোভিডে আক্রান্ত হয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন ৩৭ জন করোনায় সংক্রমিত হয়ে জেলায় কোভিড রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৫৩৯। এর মধ্যে দুই চিকিৎসক, একজন স্টাফ নার্স, জেলা প্রশাসনের এক কর্মচারীসহ ১২১ জনের মৃত্যু হয়েছে।