কুমিল্লায় করোনার উপসর্গ নিয়ে ৬ ঘণ্টার ব্যবধানে ৫ জনের মৃত্যু

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে স্থাপিত কুমিল্লা কোভিড-১৯ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় পাঁচজন মারা গেছেন। এর মধ্যে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) করোনাভাইরাসে সংক্রমণের উপসর্গ নিয়ে চারজন এবং আইসোলেশন ওয়ার্ডে একজন মারা গেছেন। ছয় ঘণ্টা ২০ মিনিটের মধ্যে তাদের মৃত্যু হয়। তাঁরা সবাই পুরুষ।

হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান আজ শনিবার সকালে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত আটটা ৪০ মিনিটে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৫৬ বছরের এক ব্যক্তি, রাত সাড়ে নয়টায় দেবীদ্বার উপজলার ৬০ বছরের একজন, রাত সাড়ে ১০টায় কুমিল্লা নগরের ঝাউতলা এলাকার ৬১ বছরের একজন, রাত দুইটা ৪০ মিনিটে ফেনী জেলার মুন্সীরহাট এলাকার ৫৮ বছরের একজন আইসিইউতে মারা যান। রাত তিনটার দিকে কুমিল্লার বরুড়া উপজেলার ৬০ বছরের এক কোভিড–১৯ রোগী আইসোলেশন ওয়ার্ডে মারা যান।

হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান বলেন, বর্তমানে এই হাসপাতালে ১১৮ জন রোগী ভর্তি আছেন। রোগীদের মধ্যে পুরুষ ৭৬ জন ও নারী ৪২ জন। এর মধ্যে আইসিইউতে ১০ জন, করোনা ওয়ার্ডে ৬৬ জন ও আইসোলেশন ওয়ার্ডে ৪২ জন আছেন।