ফরিদপুরে করোনায় মুক্তিযোদ্ধার মৃত্যু

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

ফরিদপুরে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জামান (৬৮)। আজ শনিবার বেলা ১১টার দিকে ফরিদপুর ‘করোনা ডেডিকেটেড’ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মনিরুজ্জামান শহরের পূর্ব খাবাসপুর মহল্লায় বাস করতেন। তাঁর বাড়ি ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ধূহাটি গ্রামে। তিনি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্ক্সবাদী) ফরিদপুর জেলা কমিটির সভাপতি ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি আকুপাংচার চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন।

মনিরুজ্জামানের পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর শরীরে কোভিড-১৯ রোগের উপসর্গ দেখা দিলে তিনি গত ১২ জুন করোনাভাইরাস পরীক্ষা করতে নমুনা দেন। পরীক্ষার প্রতিবেদন পজিটিভ আসে। এরপর তিনি শহরের পূর্ব খাবাসপুরের বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। গত ১৮ জুন তাঁর অবস্থার অবনতি হলে ২৯ জুন তাঁকে করোনা ডেডিকেটেড হাসপাতালে নেওয়া হয়। তাঁকে সিসিইউ ওয়ার্ডে রাখা হয়। শনিবার বেলা ১১টার দিকে মারা যান তিনি।

প্রগতিশীল ধারার এ রাজনীতিকের অকালমৃত্যুতে শোক ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্ক্সবাদী) সভাপতি নূরুল হাসান, সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, উপদেষ্টা বিমল বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, জেলা সিপিবির সভাপতি রফিকুজ্জামান, কমিউনিস্ট লীগের আবদুল কাদের আজাদ প্রমুখ।