করোনায় জাপার খালেদ আখতারের মৃত্যু

খালেদ আখতার
খালেদ আখতার

করোনায় আক্রান্ত হয়ে জাতীয় পাটির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক একান্ত সচিব মেজর (অব.) খালেদ আখতার (৬২) শনিবার সন্ধ্যায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

খালেদ আখতার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রাতেই জানাজা শেষে সেনানিবাসের মানিকদি কবরস্থানে তাঁর দাফন হয়েছে।

খালেদ আখতার জাপার প্রেসিডিয়াম সদস্য ও হুসেইন মুহাম্মদ এরশাদ ট্রাস্ট-এর চেয়ারম্যান ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। এক বিবৃতিতে তাঁরা খালেদ আখতারের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।