ফরিদপুরে আরও ১২৯ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। প্রতীকী ছবি
করোনাভাইরাস। প্রতীকী ছবি

ফরিদপুরে ২৪ ঘণ্টায় চিকিৎসক, পুলিশ, স্বাস্থ্যকর্মীসহ আরও ১২৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড–১৯–এ রোগীর সংখ্যা দাঁড়াল ৩ হাজার ১৫১। আজ শনিবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন সংক্রমিতদের মধ্যে ফরিদপুর সদরে ৮৬ জন, মধুখালীতে ২০, ভাঙ্গায় ১০, বোয়ালমারীতে ৫, চরভদ্রাসনে ৩, নগরকান্দা ও আলফাডাঙ্গায় ২ জন করে এবং সালথা উপজেলায় ১ জন রয়েছেন। তাঁদের মধ্যে নারী ৩০ জন ও পুরুষ ৯৯ জন। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ১০ জন পুলিশ সদস্য, ১ জন র‍্যাব সদস্য, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী ১০ জন, বিদ্যুৎ বিভাগের ২ জন, ম্যাজিস্ট্রেট কোর্টের ২ জন, ৪ জন ব্যাংক কর্মকর্তা এবং জেলা প্রশাসকের কার্যালয়ের ১ কর্মী রয়েছেন।

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, জেলায় প্রতিদিন করোনা শনাক্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। বেশির ভাগ শনাক্ত হওয়া ব্যক্তি নিজ বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত ৯৮০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন।