কুমিল্লা কোভিড হাসপাতালে ৫ জনের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে স্থাপিত কুমিল্লা কোভিড-১৯ হাসপাতালে আজ রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন পাঁচজন। এর মধ্যে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনজন, আইসোলেশন ওয়ার্ডে একজন ও করোনা ওয়ার্ডে একজন মারা গেছেন। তাঁদের মধ্যে তিনজন পুরুষ এবং দুজন নারী।


হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান আজ সকালে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।


হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত সাড়ে ১২টায় আইসিইউতে মারা যান কুমিল্লার বরুড়া পৌর এলাকার ৬০ বছরের এক নারী, রাত সাড়ে ১১টায় চৌদ্দগ্রাম উপজেলার ৬৫ বছরের এক পুরুষ এবং রাত ৯টা ২০ মিনিটে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ৯০ বছরের এক পুরুষ। আজ ভোররাত ৪টা ৪০ মিনিটে করোনা ওয়ার্ডে মারা যান কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ২২ বছরের এক তরুণী। গতকাল সকাল ৭টা ৫০ মিনিটে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যান কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৮০ বছরের এক পুরুষ।


হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান বলেন, বর্তমানে এই হাসপাতালে ১২০ জন রোগী ভর্তি আছেন। রোগীদের মধ্যে পুরুষ ৭৭ জন ও নারী ৪৩ জন। এর মধ্যে আইসিইউতে ১০ জন, করোনা ওয়ার্ডে ৬৫ জন ও আইসোলেশন ওয়ার্ডে ৪৫ জন।