গুরুদাসপুরের ইউএনও কোভিডে আক্রান্ত

ছবি রয়টার্স
ছবি রয়টার্স

নাটোরে একজন ইউএনও, একজন কৃষি কর্মকর্তাসহ আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়াল ২৯৪।

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গতকাল শনিবার রাতে এ তথ্য জানানো হয়েছে। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে জেলার গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তমাল হোসেন রয়েছেন। এর আগে তাঁর স্ত্রীও করোনায় সংক্রমিত হন। তাঁরা নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া একই উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও নাজিরপুর উচ্চবিদ্যালয়ের দপ্তরি রাশেদুল ইসলাম করোনা ‘পজিটিভ’ হয়েছেন। সদরে জেলা প্রশাসকের কার্যালয়ের একজন কর্মকর্তাও করোনা সংক্রমিত হয়েছেন।

জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৭ জন। একজন নমুনা পরীক্ষার ফলাফল আসার আগেই মারা গেছেন।