বাহরাইনে সড়কে প্রাণ গেল বাংলাদেশি শ্রমিকের

ছিদ্দেক আলী
ছিদ্দেক আলী

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় ছিদ্দেক আলী (২৮) নামের একজন বাংলাদেশি শ্রমিক মারা গেছেন। গতকাল শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। ছিদ্দেকের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপার গ্রামে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছিদ্দেক ১০ থেকে ১২ বছর ধরে বাহরাইনে থাকতেন। সেখানে তিনি একটি প্রতিষ্ঠানের মাইক্রোবাস চালাতেন। গতকাল বেলা সাড়ে তিনটার দিকে বাহরাইনের আলগোর এলাকায় কর্মরত প্রতিষ্ঠানের শ্রমিকদের আনতে গাড়ি নিয়ে যাচ্ছিলেন তিনি।

পথে আজকর এলাকায় মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পুলিশ গাড়ির ভেতর থেকে লাশ উদ্ধার করে মর্গে নিয়ে যায়। রাতে বাহরাইনে বসবাসকারী আত্মীয়স্বজন মুঠোফোনে ছিদ্দেকের মৃত্যুর বিষয়টি দেশে জানান।

ছিদ্দেকের বড় ভাই সাদেক আলী জানান, ছিদ্দেক সর্বশেষ গত জানুয়ারি মাসে ছুটিতে দেশে আসেন। মার্চে আবার বাহরাইনে ফিরে যান। তিনি বিবাহিত। তবে তাঁর কোনো সন্তান নেই। তাঁর লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।