গোপালগঞ্জে করোনা শনাক্ত হাজার ছাড়াল

প্রতীকী ছবি। ছবি: রয়টার্স
প্রতীকী ছবি। ছবি: রয়টার্স

গোপালগঞ্জে করোনাভাইরাস সংক্রমণ শনাক্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে গোপালগঞ্জে মোট শনাক্তের সংখ্যা হলো ১ হাজার ১। এখন পর্যন্ত গোপালগঞ্জে মারা গেছেন ১৬ জন।


আজ রোববার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান। তিনি বলেন, নতুন করে গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ সদরে ৯ জন, কোটালীপাড়ায় ৩ জন, মুকসুদপুরে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের বাড়ি ও আশপাশের বাড়ি লকডাউন করা হয়েছে।


সিভিল সার্জন জানান, এ পর্যন্ত ৬ হাজার ১২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ সদরে ২৯৯ জন, টুঙ্গিপাড়ায় ১৬৮ জন, কোটালীপাড়া উপজেলায় ১৫১ জন, কাশিয়ানীতে ১৮৩ জন ও মুকসুদপুরে ২০০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী আছেন ৭৮ জন।