বরিশাল বিভাগে কোভিড রোগী ৪ হাজার ছাড়াল

ছবি রয়টার্স
ছবি রয়টার্স

বরিশাল বিভাগের ছয় জেলায় কোভিড-১৯ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা চার হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলায় নতুন করে ১১৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৬০। এ ছাড়া বিভাগের ছয় জেলায় এ রোগে মারা গেছেন ৮৩ জন। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ৯ এপ্রিল বরগুনার আমতলী ও পটুয়াখালীর দুমকি উপজেলায় এ রোগের উপসর্গ নিয়ে মারা যাওয়া দুজনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ার মধ্য দিয়ে এই বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১১৬ জন নিয়ে বিভাগে মোট আক্রান্ত মানুষের সংখ্যা চার হাজার ছাড়াল।

বরিশাল জেলায় আক্রান্ত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। এই জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৯৮ জন। এর মধ্যে ১ হাজার ৩৫৪ জনই বরিশাল নগরের বাসিন্দা। এ ছাড়া পটুয়াখালী জেলায় ৬৭৫ জন, ভোলায় ৩৮৮ জন, পিরোজপুরে ৩৮৯ জন, বরগুনায় ৩৮৩ জন ও ঝালকাঠিতে ৩২৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ রোগে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বরিশাল নগরসহ জেলায় ৩১ জন, পটুয়াখালীতে ২৫ জন, ঝালকাঠিতে ১১ জন, পিরোজপুরে ছয়জন, বরগুনায় পাঁচজন ও ভোলায় পাঁচজন রয়েছেন।