নীলফামারীতে আরও ৫ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

নীলফামারী জেলায় নতুন করে পাঁচজনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড-১৯-এ আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৮৩। সুস্থ হয়েছেন ৩৪৫ জন। মারা গেছেন আটজন।

গতকাল শনিবার রাতে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ওই পাঁচজনের করোনাভাইারাস পজিটিভ প্রতিবেদন আসে জেলা স্বাস্থ্য বিভাগে।

সিভিল সার্জন রনজিত কুমার বর্মন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রমতে, নতুন শনাক্ত পাঁচজনের মধ্যে জেলা সদরের বড় সংগলশী গ্রামের একজন, সৈয়দপুর উপজেলায় তিনজন ও ডোমার উপজেলার ছোট রাউতা গ্রামের একজন রয়েছেন।

আক্রান্ত ৪৮৩ জনের মধ্যে জেলা সদরে ১৯৬ জন, ডোমার উপজেলায় ৪৪ জন, ডিমলা উপজেলায় ৫২ জন, জলঢাকা উপজেলায় ৮৩ জন, কিশোরগঞ্জ উপজেলায় ৩৮ জন ও সৈয়দপুর উপজেলায় ৭০ জন রয়েছেন।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে কিশোরগঞ্জ উপজেলায় একজন, নীলফামারী জেলা সদরের দুজন, জলঢাকা উপজেলায় দুজন ও সৈয়দপুর উপজেলায় তিনজন রয়েছেন।